পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহাওড়া

একশো দিনের কাজের টাকা কেন্দ্র মিটিয়ে দিলে সেই টাকা পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করবে তৃণমূল, বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-আজকে হাওড়া তে এসে একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি প্রকাশ্যে বলেন একশো দিনের টাকা এখন কেন্দ্রীয় সরকার দিয়ে দিলে সেই অর্থ সামনের বছরের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের দলীয় প্রচারে ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস। তিনি আরও অভিযোগ করে বলেন সারা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই একশো দিনের কাজে টাকা বন্ধ করা হয়েছে। এর একটাই কারণ এই রাজ্যের শাসক দল কেন্দ্রীয় প্রকল্পের টাকা নেবে অথচ তার কোনো হিসাব কেন্দ্রীয় সরকারকে দেবে না। এই ধরনের কাজ বেশি দিন চলতে পারে না বলেই দাবি করেন নেত্রী। পাশাপাশি তিনি জানান এই রাজ্য ছাড়া সমস্ত রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ ও প্রাপ্তি নিয়ে কোনো অভিযোগ নেই। তিনি আরও অভিযোগ করে বলেন এই রাজ্যে বিধানসভার আলোচনাতে কখনো ক্যাগের রিপোর্ট ও কোনো প্রকল্পের হিসাব সংক্রান্ত কোনো আলোচনা করে না রাজ্যের সরকার। তিনি দাবি করে বলেন তারা কেন্দ্রীয় সরকারকে জানাবেন যাতে রাজ্যকে কোনোভাবেই আর একশো দিনের কাজের অর্থ না দেওয়া হয়। পাশাপাশি রাজ্যে ৩৫% মার্কস পেলেই বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালানো যাবে এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাদের দলের কোনো বিরোধ নেই বলেই জানান অগ্নীমিত্রা। যদিও এই বিপুল সখ্যক ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা ও গবেষণা করানোর মত পর্যাপ্ত পরিমাণে গবেষণাগার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর সাথে তিনি প্রশ্ন তোলেন রাজ্যে বিজ্ঞান পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষক এই রাজ্যে আছে কিনা। আজকের দলীয় কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে তিনি যথেষ্টই অভিভূত বলে দাবি করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *