পূর্ব বর্ধমানব্রেকিং নিউজ

একদিনেই ৬৫০টি পরিবারে কম্বল দান, কেতুগ্রামে স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি,কেতুগ্ৰাম: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত মাসুন্দী মহিমা চরণ মিশ্র মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কেতুগ্রাম-১ নম্বর ব্লকের কাঁন্দরা ও পাণ্ডুগ্রাম এবং কেতুগ্রাম-২ নম্বর ব্লকের নিরোল ও কেতুগ্রামে কম্বল বিতরণ করা হয়। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ৬৫০ টি পরিবারের একজন করে সদস্যদের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়। এর সাথে সাথে এলাকার গুণীজনদের হাতে পুস্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিধান করিয়ে স্বেচ্ছাসেবী সংস্থাটির তরফ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংস্থার সম্পাদিকা অনামিকা চক্রবর্তী জানান যে, এই কম্বল সহযোগীতা তাঁদের দশম বছরে পদার্পণ করলো। এর সাথে সাথে তিনি আরও জানান যে, শীতকালে কম্বল সহযোগীতা করা ছাড়াও গরীব পরিবারের ছাত্র ছাত্রীদের পাঠ্য পুস্তক বিতরণ, বিবিধ প্রকার স্বাস্থ্য পরিষেবা প্রদান সহ বিভিন্ন রকমের সমাজকল্যাণ মূলক কাজ দীর্ঘ তেরো বছর ধরে করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *