ঝাড়গ্রামশীর্ষ খবরস্বাস্থ্য

উৎসবের মেজাজে চলল হাম ও রুবেলা টিকাকরণ

সৌমেন আদক,ঝাড়গ্রাম: উৎসবের মেজাজে চলল হাম ও রুবেলা টিকাকরণ। টিকাকরণের জন্য রং বেরঙের বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ের কক্ষ। টীকাকরণের শেষে ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কমলালেবু। এমনই চিত্র দেখা গেল বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের বুকে অবস্থিত ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ে । রাজ্যজুড়ে চলছে হাম ও রুবেলার টিকাকরণ । ৯ই জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়েছে । ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকেই বিভিন্ন স্কুলে ভ্যাকসিনেশন কর্মসূচি হচ্ছে। তার পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র গুলিত বিশেষ ক্যাম্পের মাধ্যমে ন’মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের বয়স পর্যন্ত শিশুদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে । ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন ঝাড়গ্রাম জেলায় মোট ২ লক্ষ ৮৫ হাজার শিশুকে হাম ও রুবেলার টিকাকরণ করা হবে। ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টিকাকরণ ।

এদিন ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৫ বছর বয়স পর্যন্ত প্রায় ৫০০ জন ছাত্রীকে টিকা দেওয়ার জন্য টিকাকরণের ক্যাম্প অনুষ্ঠিত হয় । টিকার জন্য ছাত্রীদের মনে কোন প্রকার ভয় না হয় তার জন্য টিকাকরণের কক্ষটিকে রঙিন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এবং টিকাকরণ নেওয়ার পরেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছিল কমলালেবু । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন, “হাম ও রুবেলার টিকাকরণের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আমাদের বিদ্যালয়ে । এদিন পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ৫০০ জন ছাত্রীকে টিকাকরণ করা হবে । ছাত্রীদের মনে টিকা প্রসঙ্গে যেন কোনো ভয় না হয় তারা এটিকে খেলার ছলে গ্রহণ করে । তাই টিকাকরণের ঘরটিকে রঙিন বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং খেলার শেষে যেভাবে ছাত্রীদের কমলালেবু দেওয়া হয় এদিন টিকাকরণের শেষে ছাত্রীদের হাতে কমলালেবু তুলে দেওয়া হয় “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *