Breakingকলকাতাজেলারাজ্য

উপাচার্য নিয়োগ নিয়ে নতুন করে সংঘাতে রাজ্য ও রাজভবন

নিউজ বাংলা লাইভ: রাজ্য নির্বাচন কমিশনারের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রশ্নেও, রাজ্য ও রাজ্যভবনের মধ্যে সংঘাত শুরু হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস গত বুধবার রাজভবনে উপাচার্যহীন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন।

এরপর গতকাল টুইট করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সংবাদ মাধ্যম থেকে তারা জানতে পেরেছেন, সরকার পোষিত ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল, যা উপাচার্য নিয়োগের বর্তমান নিয়োমের পরিপন্থী এবং বেআইনি। নবনিযুক্ত উপাচার্যদের এই পদ প্রত্যাখ্যান করার অনুরোধ জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেছেন, অভূতপূর্ব এই পরিস্থিতিতে ভবিষ্যতে কি পদক্ষেপ করা হবে, সে ব্যাপারে আইনী পরামর্শ নেওয়া হচ্ছে। ১১টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *