জেলাব্রেকিং নিউজ

উপনির্বাচনে তৃনমূল কংগ্রেসের ব্যপক জয়লাভের পর তমলুকের বর্গভীমা মন্দিরে পূজা দিলেন তমলুকের বিধায়ক ড. সৌমেন কুমার মহাপাত্র

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক

রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে তৃনমূল কংগ্রেসের ব্যপক জয়লাভের পর মঙ্গলবার সন্ধ্যায় ৫১ পীঠের এক অন্যতম পীঠ দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ড. সৌমেন কুমার মহাপাত্র, উপস্থিত ছিলেন দীবেন্দু রায়, চঞ্চল খাড়া সহ একাধিক তৃনমূল নেতৃত্ব। তমলুতমলুকের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, এই বিপুল জয়, মানুষের জয়, মানুষ ভুল বুঝে ছিলেন, ২১এর বিধানসভা নির্বাচন আসনে বিজেপি অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি মানুষকে ভুল বুঝিয়ে জয় পেয়েছিলেন সেই সব জায়গায় তাদের জামানত জব্দ হয়েছে। সেই জন্য আমরা সবাই আনন্দিত। আমরা মনে করি, ঈশ্বর, আল্লাহ, দেবদেবী সবার আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেমন আছেন, তা আমাদের উপর আছে। তাই 51 পীঠের একপিঠ মা বর্গভীমা মন্দির, সেটা আমাদের গর্ব, অহংকার, সেটি পূর্ব মেদিনীপুর তমলুক এ অবস্থিত। তাই সবার শুভেচ্ছা কামনায়, সবার শান্তি কামনায় পূজো দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *