পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজময়না

উদ্বোধন হল ময়নাগড়ের ঐতিহ্যবাহী রাসযাত্রা

নিউজ বাংলা টুডে: এ বছর ৪৬২বর্ষে পদার্পণ করল। এই রাসমেলা পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম ও বৃহত্তম মেলা। এই মেলার অন্যতম আকর্ষণ কার্তিক পূর্ণিমার মধ্যরাতে রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে নৌকা যাত্রা, যা হাজার হাজার মানুষ ঐদিন রাসযাত্রা দর্শন করে আনন্দ উপভোগ করে থাকেন। ময়নার রাসমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে শুধু ময়নাবাসী নয় জেলার অন্যান্য জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী মেদিনীপুরের লোকেরাও।

মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ময়না রাস মেলার শুভ উদ্বোধন করেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। চন্দ্র গ্রহণ কাটার পর রাজ পরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে নৌকা যাত্রা শুরু হয়। মেলা চলবে আগামী ২৩শে নভেম্বর পর্যন্ত। উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, ময়না বিধানসভার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলই সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *