জেলাব্রেকিং নিউজ

উত্তর বঙ্গের সর্বোচ্চ প্রতিমা, শোভানগর এর ৫৫ ফুট এর প্রতিমা।

মালদা:

প্রতি বছরের মতো এবারও ৫৫ ফুট দৈর্ঘ্য উচ্চতা কালীপ্রতিমা তৈরি করে মালদা বাসীকে নিজের মন্ডপের দিকে টেনে নিয়ে আসতে চলেছে মালদার জেলার শোভানগর উল্কা ক্লাব।

মালদা জেলার বেশ কয়েকটি উচ্চতার দিক দিয়ে সারা জাগানো কালী প্রতিমার মধ্যে অন্যতম,কালী প্রতিমা হল মালদা জেলার উল্কা ক্লাবের কালী প্রতিমা।প্রতিবছরের মতো এবছরও প্রতিমার উচ্চতা বেড়েছে,প্রায় ৪৩বছর ধরে এখানে পুজো হয়ে আসছে।এখানকার পূজার সূচনা করেছিলেন এলাকারই একজন বাসিন্দা শশাঙ্ক শেখর ঝা,এই পূজাকে ঘিরে সম্প্রীতির মেলবন্ধন ধরা পড়ে।শোভানগরের আশেপাশের এলাকায় বেশি সংখ্যক মুসলিম সম্প্রদায় বসবাস করে কিন্তু তাতে কি এখনকার পূজার নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার শরিফুল হক ও আইনুল সেখের মতন এলাকার বসবাসকারী আরও অসংখ্য মুসলিম সম্প্রদায়ের লোকজন জানিয়ে পুজোর কয়দিন সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ে এই উল্কা ক্লাব মণ্ডপে।

মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *