কলকাতাব্রেকিং নিউজ

উত্তর পূর্ব সীমান্ত রেল চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পণ্যবাহী ট্রাফিক থেকে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

নিজস্ব প্রতিনিধি,কলকাতা:-উত্তর পূর্ব সীমান্ত রেল চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পণ্যবাহী ট্রাফিক থেকে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।এই সময়সীমার মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল প্রারম্ভিক ভিত্তিতে পণ্যবাহী ট্রাফিক থেকে প্রায় ৭৮১.২৩ কোটি টাকা আয় করেছে, গত বছর এই একই সময়ে যা ছিল ৫২২.৮৫ কোটি টাকা। এই বৃদ্ধি প্রায় ৪৯.৪২ শতাংশ বলে NF রেল সূত্রের দাবি।পণ্যবাহী আয় বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে, পণ্যবাহী ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য ৪৮টি স্টেশন ও গুডস শেড খোলা হয়েছে এবং কনটেইনার ট্রাফিক হ্যান্ডলিং-এর জন্য ২৪টি গুডস শেড ও টার্মিনাল সম্প্রসারণ করা হয়েছে। পণ্যবাহী ট্রেনের সময়মতো চলাচল ও লোডিং/আনলোডিং টার্মিনালের পরিকাঠামোর উন্নয়নের ফলে পণ্যবাহী আয়ের উন্নতি ঘটেছে বলে NF রেল সূত্রের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *