আবহাওয়াশীর্ষ খবর

উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী দুদিন, বজ্রবিদ্যুত সহ প্রবল বর্ষণের পূর্বাভাস

নিউজ বাংলা লাইভ: উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করায় হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী দুদিন, বজ্রবিদ্যুত সহ প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে, ১৫ তারিখের পর থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। ইতোমধ্যেই দার্জিলিং পাহাড়ের রম্ভি বাজার সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির ফলে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় ঝড়-বৃত্তির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, গরম ও দুই বর্ধমানে আগামী কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

বাঁকুড়ায় আজ তাপমাত্রার পারদ ওঠে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, পুরুলিয়ায় তা’ পৌঁছয়, ৪২ দশমিক ৩ ডিগ্রিতে। কলকাতায় আজ সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *