Breakingজেলারাজ্য

উত্তপ্ত মনিপুর! নজরদারি করবে I.N.D.I.A

নিউজ বাংলা লাইভ: হিংসায় উত্তপ্ত মণিপুরের বর্তমান পরিস্হিতি খতিয়ে দেখতে বিরোধী জোট ইন্ডিয়ার এক প্রতিনিধি দল আজ সে রাজ্যে যাচ্ছে।জোটের ২৬টি দলের সদস্যরাই এই প্রতিনিধি দলে থাকছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। সুস্মিতা দেব। সকাল ৮-টা ৪৫ মিনিট নাগাদ তাদের দিল্লি বিমান বন্দর থেকে রওনা দেওয়ার কথা।

মণিপুর পৌঁছে দলটি প্রথমে যাবে ইম্ফল উপত্যকায়। তারপর চূড়াচাঁদপুর। সেখানে তারা পাহাড় ও উপত্যকার মানুষের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন রাজ্যের বিভিন্ন জন গোষ্ঠীর সঙ্গে। কিছু আশ্রয় শিবিরও তাঁদের ঘুরে দেখার কথা। আগামীকাল পর্যন্ত ওই রাজ্যে থেকে প্রায় সব পক্ষের সঙ্গেই তারা আলাপ- আলোচনা করবেন। এদিকে, বিজেপি বিরোধীদের এই মণিপুর সফরের সমালোচনা করেছে।

অন্যদিকে, কংগ্রেস সেখানকার পরিস্হিতি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছে। উল্লেখ্য, মণিপুর ইস্যুতে তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন গতকালও দিনের মতো মুলতুবি হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *