Breakingব্রেকিং নিউজময়নাশিক্ষাশীর্ষ খবর

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের ষষ্ঠ স্থানে ময়নার সোমায়ন জানা

নিউজ বাংলা টুডে ডেস্ক : ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল। বরাবরের মতোই পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার নজর কাড়া।পূর্ব মেদিনীপুর জেলা শুধু সাফল্যের হারে এগিয়ে নয়,এই জেলার বেশ কিছু মেধাবী ছাত্র-ছাত্রী রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা স্থান পেয়েছে। এবারের রাজ্যের মেধাতালিকায় ময়না ব্লকের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এর ছাত্র সোমায়ন জানা। রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান দখল করল ময়নার সোমায়ন জানা।

প্রাপ্ত নম্বর ৪৯১।পিতা মধুসূদন জানা,পেশায় তমলুক হ্যামিলটন হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।মা শিউলি জানা পেশায় একজন গৃহবধূ। সোমায়ন জানা সাফল্যে খুশি তার পরিবার, পাশাপাশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বন্ধুবান্ধবরে। সোমায়ন স্কুলের শিক্ষক শিক্ষিকা মিষ্টি খাইয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সোমায়ন জানা বলেন, আমার এই সাফল্যে মা বাবা, গৃহ শিক্ষক এবং স্কুল শিক্ষকের অবদান শিকার করেছে। ভবিষ্যতে তিনি ডাক্তার হতে চায়। সোমায়ন এই ফলাফলে খুশি সে নিজে এবং তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *