Breakingব্রেকিং নিউজরাজ্যশিক্ষা

উচ্চ মাধ্যমিকে ৪৭২ নম্বর পেয়ে সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম দুই ছাত্রী

নিউজ বাংলা টুডে ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অলচিকি হরফে সাঁওতালি ভাষায় রাজ্যের মধ্যে যুগ্ম প্রথম হয়েছে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের দুই ছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৪৭২।ওই দুই ছাত্রী হলেন সরস্বতী বাস্কে ও মৌসুমী টুডু। সরস্বতী বাস্কের বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকায় এবং মৌসুমী টুডুর বাড়ি বাঁকুড়া জেলার বারিকুল থানা এলাকায়। সাঁওতালি ভাষায় রাজ্যের মধ্যে দুই জন ছাত্রী যুগ্ম প্রথম হওয়ায় ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দে মেতে উঠে। দুজনের মধ্যে স্বরস্বতী এই বছর অনুষ্ঠিত রাজ্য এবং জাতীয় স্তরের অ্যথেলেটিক্সে পদক জিতেছে। পড়াশোনার পাশাপাশি খেলা ধুলোতেও সমান পারদর্শী সে।প্রসঙ্গত এবারই প্রথম নয়, এর আগে একাধিকবার স্কুলের ছাত্র ছাত্রীরা সাঁওতালি ভাষায় প্রথম হয়েছে। পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীরা একাধিক প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভালো ফলাফল করেছে ইতোপূর্বে। স্কুলের টিআইসি অক্ষয় কুমার মাহাতো জানান, “ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ক্রমাগত পরিশ্রমের ফসল এই ফলাফল। আমাদের ছাত্র ছাত্রীদের শুধুমাত্র স্কুলের পড়ার ওপর নির্ভর করে এই ফলাফল প্রমান করে আমাদের স্কুলের পঠন পাঠনের মান কতটা ভালো।” এই বছর এই স্কুল থেকে মোট ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে 65 জন প্রথম বিভাগে এবং মাত্র একজন দ্বিতীয় বিভাগে পাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *