পূর্ব মেদিনীপুররামনগরশীর্ষ খবর

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদগাহে নামাজ পড়ার জন্য মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর:পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের সাগরেশ্বরে মুকুন্দপুর আটমহল ঈদগাহে ঈদ-উল-ফিতর উপলক্ষে আনন্দে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পর প্রথম অর্ধচন্দ্র দেখার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন সারা বিশ্বের মুসলমানরা। শাওয়াল মাসের প্রথম দিন ঈদ পালিত হয়। রমজান হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের নবম মাস। এই মাসে প্রায় ৩০ দিন কঠোর রোজা পালন করা হয়। নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দিনে ঈদ পালিত হয়।

ইসলামী বিশ্বাস অনুসারে, নবী মুহাম্মদের প্রথম প্রত্যাদেশকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী মুসলিমরা রমজানকে উপবাসের মাস হিসেবে পালন করে থাকেন। সেই কারণে ঈদ-উল-ফিতর উপলক্ষে সাগরেশ্বরমোড়ে মুকুন্দপুর আটমহল ঈদগাহে নামাজ আদায় করতে উপস্থিত বহু মুসলিম।

রামনগর ব্লক জমিয়তে-উলেমা-হিন্দের সাধারণ সম্পাদক মওলানা নজরুল ইসলাম জানিয়েছেন, পবিত্র ঈদে খুশির হাওয়া সর্বত্রই। বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষদের কাছে শান্তি, ভাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *