Breakingদীঘাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

ইলিশের সন্ধানে গিয়ে দীঘা মোহনায় দুর্ঘটনায় কবলে দুটি ট্রলার

নিউজ বাংলা লাইভ: দীঘা,পূর্ব মেদিনীপুর;ইলিশের সন্ধানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দীঘা মোহনার দুটি টলার। বুধবার রাতে ফিসিং করে ফেরার সময় ট্রলার দুটি দীঘা মোহনার মুখে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায়।

একটি দুটির নাম অন্নদাময়ী এবং এবং শিবানী। দুটি ট্রলারে প্রায় ৩০ জন মৎস্যজীবী ছিলেন । তারা দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে কোনক্রমে প্রান নিয়ে শঙ্করপুরে কাছে তীরে উঠেছেন ।এই মুহূর্তে সেই ট্রলার দুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গত ১৫ই জুন থেকে ব্যান্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিলেন দূর সমুদ্রে।

বুধবার ঝড় সঙ্গে প্রচন্ড বৃষ্টি চলতে থাকায় ট্রলার গুলি একসাথে দীঘা মোহনায় ঢোকার চেষ্টা করছিল। তখনই চড়ায় ধাক্কা লেগে ট্রলার দুটি। সংস্থার পক্ষ থেকে

জানানো হয়েছে প্রত্যেকটি ট্রলারের তৈরীর খরচ পড়ে প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। দীঘা মোহনায় ডেইজিংএর কাজ না হওয়ায়র জন্য মূলত এই দুর্ঘটনা বলে জানিয়েছেন। দীঘা শংকরপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস।

আজ সকাল থেকেই ট্রলারে অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। মৎস্যজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *