তমলুকপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

শুভেন্দু অধিকারী এলাকায় ঢোকার আগেই তার নামে একাধিক জায়গায় পোস্টার পড়লো শহীদ মাতঙ্গিনী ব্লকে

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের বলরামপুর নিগমানন্দ সেবা নিকেতনের উদ্যোগে সরস্বতী পূজার উপলক্ষে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। সেই মেলার উদ্বোধন করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি এসে মঞ্চের ফিতে কাটেন। সরস্বতী পুজোর উদ্বোধন করেন ফিতে কেটে। উত্তরির পরিয়ে মোমেন্ট হাতে দিয়ে সম্বর্ধনা জানানো হয় শুভেন্দু অধিকারীকে।

শুভেন্দু অধিকারী বলেন আমি এই এলাকা থেকে দু-দুবার সাংসদ নির্বাচিত তখন রাস্তাঘাট যা বানিয়ে দিয়েছিলাম তার তছনছ হয়ে গিয়েছে। আমি আসার সময় কৃষ্ণগঞ্জ থেকে তাকিয়ে তাকিয়ে আসছিলাম অনেকদিন সংস্কার হয়নি সোয়াদিঘী খাল, কাঠের ব্রিজগুলো সব নড়বড়ে হয়ে গিয়েছে। খারাপ লাগে তৈরি করা জিনিস কি করে নষ্ট হয় চোখের সামনে দেখলাম। বেশিদিন এই ব্যবস্থা থাকবে না এর পরিবর্তন হবে। আবার উন্নয়নের গতি পাবে। এমনকি বলেন এ রাজ্যের কেউবা কারা বলেন মাতঙ্গিনী নাকি পিছাবনীতে মারা গিয়েছিল, আমি সংশোধন করে দিতে চাই মাতঙ্গিনী হাজরার জন্মভূমিতে দাঁড়িয়ে আপনি ভুল করছেন,মা মাতঙ্গিনী এক হাতের শঙ্খ আরেক হাতে জাতীয় পতাকা নিয়ে ১৯৪২ সালের২৯শা সেপ্টেম্বর তমলুকের বানপুকুরে তিনি শহীদ হয়েছেন তিনি পিছাবনীতে শহীদ হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *