পশ্চিমবঙ্গব্রেকিং নিউজ

ইডির শিকার পার্থ ঘনিষ্ট প্রসন্ন!

নিউজ বাংলা লাইভ ডেস্ক: সকালের নিউটাউনের একাধিক বিল্ডিং-এ রেড পড়লো ইডির। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের বেশ কয়েকটি ঠিকানায় হানা ইডির।

অভিযোগ ছিলো পার্থর কাছে অবৈধ টাকা পৌঁছে দিতেন এই প্রসন্ন। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে নাম জরালো তার।সূত্রে খবর, একাধিক অবৈধ্য প্রাইভেড লিমিটেডের মালিক প্রসন্ন। এসএসসির চাকরির টাকা তোলার মুল মাধ্যম ছিলেন তিনি। তাই নিয়োগ দুর্নীতির তদন্ত চালাতে এখন প্রসন্ন রায়ের ডেরার হানা ইডির।

সূত্র মারফত আরো জানা যায়প্রসন্নর হয়ে প্রার্থীদের কাছ থেকে প্রদীপ সিং। অবশ্য চাবির হদিস না মেলায় এখনও নিউটাউন বিল্ডিংয়ের বাইরে অপেক্ষারত SRPF যাওয়ান সহ সকল ইডি আধিকারিকেরা। এর আগেও নিয়োগ দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করে প্রসন্নকে। সেবারেও পার্থ সূত্রে এই নাম জড়ায় তার। দুর্নীতির বিপুল পরিমাণ টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রাইভেট সংস্থাতেও সেই টাকা নিয়োগ করার অভিযোগ উঠছে প্রসন্নর বিরুদ্ধে।

কালো টাকা সাদা করা হতো প্রাইভেট সংস্থাগুলির মারফত। মাজেরহাট-নিউটাউন চত্বরে গত এক বছরে অদ্ভুতভাবে বাড়ছে প্রসন্ন রায়ের সম্পত্তি। শুধু তাই নয় প্রসন্ন ঘনিষ্ঠ মানুষজনেরাও উঠছেন ফুলে ফেঁপে। রীতিমতো গুঞ্জন শোনা যায় , ‘যেখানেই ঢিল ছুড়বে সেখানেই প্রসন্ন রায়ের সম্পত্তি’। হয় ফ্ল্যাট নয় জমি, নয়তো বা মাছের ভেরি কিংবা অন্য কিছু না কিছু পাওয়া যাবেই এই অভিযুক্তের নামে। বর্তমানে রাজারহাট নিউটাউনের জমিদার হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তাই নিউটাউনে টার্মিনাস বিল্ডিংয়ে প্রসন্ন রায়ের অফিসেও আজ হানা পড়েছে ইডির।

যদিও ঝা চকচকে অফিসের চাবি পাওয়া যাচ্ছেনা দুই ঘন্টা হতে চললো।প্রশ্ন এখন একটাই- প্রসন্ন রায়ের গচ্ছিত টাকা সমস্তটাই পৌঁছে গিয়েছে পার্থর কাছে, নাকি এখনও রয়েছে ফ্ল্যাটে? সেই টাকার হদিশেই ঘুরছে ইডি। তবে কি সত্যিই দুর্নীতির হদিস রয়েছে এখানেই? সময় বাড়ার সাথে সাথে উঠে আসছে এরখমই একাধিক প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *