ব্রেকিং নিউজহাওড়া

ইঁট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে শান্তনুকে ! এমনটাই অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগাছায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যুবকের এক বন্ধুর নাম উঠে আসছে। মৃত যুবক শান্তনুর দিদি অর্পিতা গাঙ্গুলী জানান, ভাই এতটাই অসুস্থ ছিল যে সে কথা বলতে পারছিল না। খালি বমি করছিল। তাকে কে মেরেছে জিজ্ঞাসা করলে সে সোম বলতে পারছিল । তার  দিদি জানান, সোম মানে সোমনাথ । ওরা গলায় গলায়  বন্ধু ছিল। কেন মেরেছে তা পুলিশ তদন্ত করে বলতে পারবে বলে তিনি জানান । তিনি বলেন ওকে ইঁট দিয়ে থেঁতলে থেঁতলে মারা হয়। আমার মায়ের সমস্ত খরচা ভাই চালাতো।  আমরা বিচার চাই। প্রসঙ্গত  ওই  যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শান্তনু দাস( ৩০)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভর্নমেন্ট কলোনিতে । মৃতের বাড়ির লোক ও প্রতিবেশীরা জানান, গত শনিবার রাতে বন্ধুরা শান্তনুকে ফোন করে ডাকে। তারপর তার ঘরে ফিরতে দেরি হচ্ছে দেখে তার দিদি সেইদিন রাত সাড়ে বারোটার সময় শান্তনুকে ফোন করেন। তখন তার দিদিকে শান্তনু জানায় যে সে এখুনি ঘরে ফিরছে। কিন্তু সে রাতে শান্তনু ঘরে ফিরে আসেনি। পরের দিন রবিবার জগাছা প্রেস কোয়ার্টারের সিজিএস মাঠে শান্তনু গুরতর আহত অবস্থায় উদ্ধার হয়। জানা গিয়েছে এক টোটো চালক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। বাড়ির লোককে তিনি খবর দেন। তাঁরা জানান   শান্তনুর গোটা শরীরে আঘাতের দাগ ছিলো। পিঠে কালসিটে দাগ। এরপর এই ঘটনার জন্য তারা জগাছা থানায় অভিযোগ দায়ের করে। গুরতর আহত শান্তনুকে  তার বাড়ির লোক প্রথমে পিজিতে নিয়ে যায় । তারপর তাকে কোলকাতায় এন আর এস হাসপাতালে ভর্তি করে। সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়। বাড়ির লোকের অভিযোগ শান্তনুকে খুন করার উদ্দেশ্যে মারধর করা হয়েছিল । হাসপাতালে ভর্তি হওয়ার পরে তিনি মারা যান। পুর ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *