খেজুরিজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজস্বাস্থ্য

আশাকিরন ওয়ার্ল্ড’র উদ্দ্যোগে খেজুরীর অজয়ায় বিনামূল্যে আয়ুর্বেদিক মেডিক্যাল ক্যাম্প


বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্বেচ্ছাসবী সংস্থা আশাকিরন ওয়ার্ল্ডের পরিচালনায় আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ব্লকের বঙ্গোপসাগর থেকে অনতিদূর অজয়া গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে একটি আয়ুঅজয়া গ্রামের প্রায় দুইশতাধিক মানুষের নিবিড় স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবারহ করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে প্রথম থেকেই ছিল উৎসাহ – উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত যোগদানের ভীড় যা শেষ হতে দিন গড়িয়ে যায়। এই ক্যাম্পে আয়ুর্বেদিক চিকিৎসা ও ঔষধ পরিষেবার পাশাপাশি.. তমলুকের একটি বিখ্যাত প্যাথলজি
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্বেচ্ছাসবী সংস্থা আশাকিরন ওয়ার্ল্ডের পরিচালনায় আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ব্লকের বঙ্গোপসাগর থেকে অনতিদূর অজয়া গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে একটি আয়ুর্বেদিক মেডিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করল। কোলকাতার সনামধন্য কয়েকজন ডাক্তার বাবুর সাহায্য নিয়ে অজয়া গ্রামের প্রায় দুইশতাধিক মানুষের নিবিড় স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবারহ করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে প্রথম থেকেই ছিল উৎসাহ – উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত যোগদানের ভীড় যা শেষ হতে দিন গড়িয়ে যায়। এই ক্যাম্পে আয়ুর্বেদিক চিকিৎসা ও ঔষধ পরিষেবার পাশাপাশি.. তমলুকের একটি বিখ্যাত প্যাথলজির সাহায্য নিয়ে রক্তের নমূনা সংগ্রহ করে রক্তপরীক্ষার সুবন্দোবস্তও রেখেছিল আশাকিরন ওয়ার্ল্ড। এপ্রসঙ্গে সংস্থার সভাপতি সমর সামন্ত মহাশয় আমাদের সংবাদ সংগ্রাহক কে বলেন… “আজকের এই ক্যাম্প কোনো বিছিন্ন ঘটনা নয় এটা আমাদের নিরবচ্ছিন্ন সমাজসেবার একটি অনিবার্য ও নির্ধারিত কর্মসূচির ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের লক্ষ্য সারা পশ্চিম বঙ্গ জুড়ে ক্রমশ অবলুপ্তির পথে এগিয়ে যাওয়া আয়ুর্বেদিক চিকিৎসা ও
আয়ুর্বিজ্ঞানকে অতীতের উজ্জ্বল ভারতের সমতূল্য উচ্চে উন্নীত করার লক্ষ্যে আগামী দিনে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার কাজ করে যাবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *