রাজ্যশীর্ষ খবরস্বাস্থ্য

আশস্কাজনক রোগীদের চিকিৎসায়, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে

নিউজ বাংলা লাইভ: আশঙ্কাজনক রোগীদের চিকিৎসায় রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও দক্ষ করে তুলতে স্বাস্থ্য দফতর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। আটচল্লিশ দিনের ওই কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের হাইব্রিড আইসিইউ তে কর্মরত চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। কোভিড পর্বে রাজ্যের ৭৯ টি সরকারি হাসপাতালে আশঙ্কাজনক রোগীদের চিকিৎসায় হাইব্রিড সিসিইউ তৈরি করা হয়। সেখানে মোট ৭ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। তাঁদের নিজেদের দ্বায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। রাজ্যের বাছাই করা পাঁচটি হাসপাতালে আগামী ৩রা জুলাই থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ও নার্সদের সেখান থেকে প্রশিক্ষণ নিতে হবে। এই মর্মে স্বাস্থ্য দফতর এক নির্দেশিকা জারি করেছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ, এম আর বাঙ্গুর হাসপাতাল ছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হুগলি জেলা হাসপাতালে একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *