এগরাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

আর্থিক দুর্নীতি ও আত্মসাৎের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রীদের ।

নিজস্ব প্রতিনিধি,এগরা:-দুর্নীতি ও টাকা আত্মসাৎের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রীরা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা কলেজের ঘটনা। সোমবার তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে এগরা কলেজে গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়, এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল পড়ে যায়। এ দিন এগরা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। তাঁদের দাবি, কলেজের স্বরস্বতী পূজোর হিসাব দেখানো হয়নি। সেই হিসাবে টাকার গরমিল রয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বিগত আর্থিক বছরে। ২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের। বর্তমান ছাত্র ছাত্রীদের দাবি, এ বিষয়ে এগরা কলেজের অধ্যক্ষ দীপক কুমার তামিলিকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি। ছাত্র ছাত্রীদের দাবি বেশ কয়েক বছর ধরে এগরা কলেজ দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। কলেজের সমস্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠছে আখছার, হেলদোল নাই কলেজ কতৃপক্ষের। অনেকেই কলেজ কতৃপক্ষের উদাসীনতাকেই দাই করেছেন। এ প্রসঙ্গে এগরা কলেজে অধ্যক্ষ দীপক কুমার তামিলি জানিয়েছেন, আমরা সম্পূর্ণরূপে অনেকটাই পরিচ্ছন্ন। এগরা কলেজে পরিচ্ছন্নভাবে ভর্তি হয়েছে। এখানে কোনো কারচুপি নাই। কিন্তু চলতি শিক্ষাবর্ষে পরিচ্ছন্নভাবে ভর্তি প্রক্রিয়া হবে না কি দুর্নীতির শিকার হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে! অনেকের অভিমত, এগরা কলেজের দুর্নীতির জাল ক্রমশই বিস্তার লাভ করতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *