জেলাব্রেকিং নিউজ

আরম্ভর নেই ,জৌলুসহীন হলেও ঐতিহ্য এবং রীতি মেনেই শুরু হলো মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো

নিজস্ব প্রতিনিধি :: প্রতিপদে ঘটস্থাপনের মধ্য দিয়ে মহিষাদল রাজ বাড়ির ২৪৫ বছরের দুর্গাপুজোর সূচনা হল। প্রথা অনুযায়ী মহালয়ার পরের দিন প্রতিপদের দিন ঘটস্থাপন করে রাজবাড়ির দুর্গাপুজোর সূচনা হয়।রাজা হরপ্রসাদ গর্গ জানান ২৪৫ বছরের এই পুজো আগে খুব আড়ম্বর সহকারে পালিত হতো। কিন্তু না আছে রাজত্ব না আছে রাজা আর তাই ঐতিহ্য ও রীতিনীতি মেনেই পুজো শুরু হয়। আগে পুজোর জল আনা হতো হরিদ্দার ,বারানসি থেকে , এখন গোপাল জিউর মন্দির এর পার্শ্ববর্তী একটি পুকুর থেকে,ষষ্ঠীতে ৬মন সপ্তমী তে ৭ মন অষ্টমী তে ৮ মন এবং নবমী তে ৯মন চালের প্রসাদ নিবেদিত হতো।এখন আড়ম্বর কমলেও রীতি মেনেই আজ বৃহ্পতিবার শুরু হলো মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *