জেলাব্রেকিং নিউজ

আরংকিয়ারানা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থার প্রতিবাদে সি এম ও এইচ এর নিকট ডেপুটেশন।

৮.১১.২১; তমলুক

ময়না থানার আরং কিয়ারানা ঁকৃষ্ণ চন্দ্র দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা কাটানোর দাবীতে CMOH এর নিকট ডেপুটেশন দিল আরং কিয়ারানা হাসপাতাল ও জনসাস্থ্য রক্ষা কমিটি। অবিলম্বে ডাক্তার নার্স সহ সমস্ত শূন্যপদ পূরণ করা; জীবনদায়ী ঔষধ সরবরাহ করা;
আউটডোর – ইনডোর চালু করা;
পানীয় জল ও রাত্রিতে আলোর ব্যবস্থা করা;

  • অ্যাম্বুলেন্স পরিষেবা চালু;
  • স্বাস্থ্য কেন্দ্রের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা সহ কয়েক দফা দাবিতে ডেপুটেশন দেন এলাকার মানুষজন । ডেপুটেশনে নেতৃত্ব দেন এলাকার প্রাক্তন প্রধান শিক্ষক এবং কমিটির সভাপতি শ্রী পশুপতি বর্মন , সম্পাদক শিক্ষক সুব্রত বাগ, শিক্ষক দেবাশিস মন্ডল, সন্তু কুমার দাস, চিত্তরঞ্জন বাড়ই, শক্তিপদ পাত্র প্রমূখ। সুব্রত বাগ বলেন ২০১০ সালে ১০টি বেড উদ্বোধন হয়েছে, আউটডোর-ইনডোর চালু করার জন্য বিল্ডিং তৈরি হয়েছে, অথচ এখনো সেগুলি সচল করা হচ্ছে না। ময়না থানার দক্ষিণাংশ ও ভগবানপুর থানার উত্তর অংশের বিপুল সংখ্যক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। অথচ ১২টি পোস্ট ফাঁকা থাকলেও স্থায়ী ডাক্তার-নার্স-ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে না। আমরা জেলা স্বাস্থ্য আধিকারিক এর কাছে এই বেহাল অবস্থা কাটানোর দাবি জানিয়েছি। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় পশুপতি বর্মন মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *