এগরাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতিশীর্ষ খবর

আবাস যোজনা স্বজনপোষণ ও গরমিলের অভিযোগ তুলে বিডিও অফিস ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,এগরা:-প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকায় স্বজনপোষণ ও গরমিলের অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইর ঘটনা। শুক্রবার বিকেলে বালিঘাইতে বিডিও অফিসে ভিতরে ঢুকে বিডিও ঘিরে ক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবিরের নেতা কর্মী ও সমর্থকেরা। এমনকি এগরা ২ ব্লকের বিডিওর উপর তীব্র আক্রমণ শানান বিজেপির নেতা কর্মীরা। অবশেষে এগরা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে এগরা ২ ব্লকে ডেপুটেশনও দেওয়া হয়। জেলা বিজেপির নেতৃত্বের দাদি, এখানে বিডিও তৃণমূলের ব্লক সভাপতিতে পরিণত হয়েছে। পাশাপাশি তৃণমূল নেতার আঙ্গুলিহেলনে বিডিও কাজ করছে। এবার যদি বিডিও শুধরে না যায় তাহলে আমরা শুধরে দেব। এমনকি বিডিওকে নির্লজ্জ, বেহায়া বলে আক্রমণ শানান বিজেপি নেতারা। ফোনে যোগাযোগ করা হলে এগরা ২ ব্লকের বিডিও কৌশিশ রায় জানান, বিজেপির দাবিদাওয়া খাতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আবাস প্লাস নিয়ে তদন্ত হবে। যারা এলিজেবিল, তাদেরকে তালিকায় ঢোকানো হবে। এছাড়া আমাদের যে, আবাস প্লাসে একটার পর একটা ধাপ আছে, সেগুলো ওঁরা (বিজেপি) যেনে নিল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। অসুবিধার কিছু নেই। এদিন নেতৃত্বে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তন্ময় হাজরা, জেলা সহ- সভাপতি রাধাগোবিন্দ দাস ও মুনমুন দাস, এগরা ২ পশ্চিম মন্ডলের সভাপতি দেবকুমার জানা ও যুবমোর্চার সভাপতি অমলেশ পাহাড়ী প্রমূখ। এদিনের সভায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *