তমলুকনন্দকুমারপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

আবাস যোজনা তদন্তে নন্দকুমার এবং তমলুকের ব্লক এলাকায় গেলেন কেন্দ্রীয় প্রতিনিধিদের দল।

নিজস্ব প্রতিনিধি,তমলুক:-গতকালের পর আজ আবাস যোজনার তদন্তে নন্দকুমার ব্লকের কুমোরচক অঞ্চল এবং বরগোদা অঞ্চলে যান গ্রামন্নোয়ন দপ্তরের প্রতিনিধি দল। এরপর সেখান থেকে তমলুক ব্লকের উত্তর সোনামুই ব্লকের আচমকা ঢুকে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দল।তমলুক ব্লকের উত্তর সোনামুই অঞ্চল অফিসে আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে সচেতনতার একটি মিটিং হয় আর সেই বৈঠকে আচমকাই ঢুকে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। উপভোক্তাদের সাথে কথা বলেন প্রতিনিধি দল। প্রতিনিধি দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আবাস যোজনা বাড়ি করতে হলে শৌচাগার করতেই হবে। উপভোক্তারা তখন বলেন যে আবাস যোজনার বরাদ্দ টাকার মধ্যে কিভাবে বাড়ি কংক্রিটের ছাদসহ শৌচাগার বানাবো এই টাকার মধ্যে কি হবে। কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন যে ২৫ বর্গমিটারের মধ্যে বাড়িসহ শৌচাগার করতে হবে। অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল বলেন যে ১০০ দিনের স্ক্রিম বা স্বচ্ছ ভারত অভিযানের স্কিমের আওতায় সুলভ শৌচাগার করতে হবে। উপভোগদাদে প্রশ্ন-উত্তরের দিতে শোনা যায় কেন্দ্রীয় প্রতিনিধিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *