Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

আবারো মাছ ধরার জালে উঠলো ব্যালট বক্স!ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

নিউজ বাংলা লাইভ:জয়নগর; ভোট মিটে গেলেও এখনো যেন রাজনৈতিক তরজা যেন থামছেনা দক্ষিণ ২৪ পরগনায়। বিভিন্ন জেলার একাধিক জায়গায় পুকুর থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স।এই ব্যালট বক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। উত্তর ২৪ পরগনার গোপালনগর ও ডায়মন্ডহারবারে পর এবার পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার হল জয়নগরে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরের ব্যালট পেপার ভাসতে দেখেন গ্রামবাসীরা।এরপর পুকুরে জাল দেওয়া হয়।পুকুরে জাল দেওয়ার পর অবাক গ্রামবাসীরা।এক দুটো নয় চার চারটে ব্যালট বক্স উদ্ধার হয় ওই পুকুর থেকে। সামনেই পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন আর তার আগে এই ব্যালট বাক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে।পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৮ জুলাই ভোট পর্ব চলাকালীন জয়নগর বিধানসভা বকুলতলা থানার অন্তর্গত ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ময়দা গ্রাম পঞ্চায়েতের ১৪১,১৪৩ও ১৪৪ নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র করা হয়। ভোট চলাকালীন শাসক-বিরোধীদের মধ্যে সংঘর্ষে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বুথ চত্বর।এলাকায় বোমাবাজি ও স্কুলে ভাংচুর শুরু করে দুষ্কৃতীরা। এরপর রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুনরায় ১০ তারিখ পুনঃনির্বাচন করা হয়। এলাকার বাসিন্দা কৃষ্ণদাস নস্কর বলেন

আমি প্রতিদিনের মতনই কাজে যাচ্ছিলাম দেখলাম স্কুলের সামনের পুকুরে এক ব্যক্তি জাল ফেলছিল।প্রথমে জালে একটি ব্যালট বক্স উঠে আসে।এরপর একে একে চারটি ব্যালট বক্স।ভোটের সময় যে দুষ্কৃতি তাণ্ডব চলেছে গোটা এলাকায় এটা তারই ফলস্বরূপ। এলাকায় অশান্তি যেন অব্যাহত রয়েছে। ঘটনার খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ পৌঁছে চারটি ব্যালট বক্স উদ্ধার করে নিয়ে যায়। পুকুরের মধ্যে কিভাবে ব্যালট বক্স এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যালট বক্স পুকুরের মধ্যে অথচ ভোট গণনা সম্পূর্ণ হলো । কিভাবে তা সম্ভব তা নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় বিরোধী শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *