ইতিহাসে আজকের দিনে

আবারো পথদুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু, আহত আরোও একজন ছাত্র

নিজস্ব সংবাদদাতা , পূর্ব মেদিনীপুর :: পূর্বমেদিনীপুর জেলার মহিষাদলের সড়ক দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যুর পর আবার তমলুক- ময়না রাজ্য সড়কে শ্রীরামপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র মর্মান্তিক সড়ক দুঘটনার শিকার ৷ স্কুল থেকে ১ কিলোমিটারের মধ্যে এই দুর্ঘটনা হয়েছে বলে জানা যায় ৷ দুটি ছাত্রই নবম শ্রেণীর। তার মধ্যে একটি ছাত্রকে মাছের গাড়ি পিষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে একটি ছাত্রের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন৷ ছাত্রটির নাম রিতেশ হাইত বয়স ১৪ বছর। আরো একটি ছাত্র রিতেশের বন্ধু এই দুর্ঘটনায আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ দুজকেই তমলুক হসপিটালে নিয়ে যাওয়া হয়। মৃত ছাত্রটির বাবা প্রবীর হাইত ঐ স্কুলেরই ভোকেশনাল এর শিক্ষক ৷ ঘটনটি ঘটে সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ ৷ স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই দুটি ছাত্র স্কুল থেকে ফিরছিল ৷ কিন্তু কি কারনে ঐ সময় স্কুল থেকে ফিরছিল তা জানা যায়নি। ঐসময় ময়নার বিধায়ক অশোক দিন্ডা ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি অভিযোগ করেন এই রাস্তা গুলি এত খারাপ যে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে গাড়ি চালোনো যাবে না ৷ অথচ গাড়িগুলো ন্যাশানাল হাইওয়ের গতিবেগে চলতে থাকে। তিনি কিছুই মাস আগে DM-এর কাছে এই রাস্তাতে সকাল ৯টা থেকে রাত ৯টা লড়ি না চালানোর আবেদন করেছিলেন।
ঐ স্কুলের ইংরেজির শিক্ষক মুস্তাক আহম্মেদ খান জানিয়েছেন গাড়ির গতিবেগ বেশী ও বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা দিন দিন বেড়ে চলেছে৷ঘটনাস্থলের কাছে প্রত্যক্ষদর্শিদের দাবি এই স্থানে একটি বাম্পার ও ব্যরিকেড করে দিতে হবে এবং স্কুলের সময়ে লড়ি জাতীয় গাড়ি যাতায়াত বন্ধ করতে হবে। স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা ছাত্রটির পরিবারে এসে সমবেদনা জানিয়েছেন ৷ একই সঙ্গে রাজ্যের মন্ত্রি সৌমেন মহাপাত্র ও সোমনাথ বেরা ছাত্রটির পরিবারে এসে সমবেদনা জানিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছ ৷ তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *