জলপাইগুড়িদুর্ঘটনাবিষ্ণুপুর

আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দুর্ঘটনায় আহত ৩

বিষ্ণুপুর: ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আহত ৩ জন ।বিষ্ণুপুর থানার অন্তর্গত চক এনায়েত নগরের বাসিন্দারা গতমাসের ২৮ এ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে অ্যামোনিয়া গ্যাসের ইনসুলিনের জন্য কাজে যায় চারজন তাদের নাম:- কুতুবউদ্দিন শেখ, সিরাজ শেখ ,ফুরকান শেখ, ইনসান সেখ ব্যক্তিরা। গতকাল তাদের বাড়িতে খবর আসে যে অ্যামোনিয়া গ্যাসের পাইপ ঠিক করতে গিয়ে কুতুবউদ্দিন সেখের মৃত্যু হয়। পাশাপশি এই ঘটনায় সিরাজ শেখ, ফুরকান শেখ ,ও ইনসাফ শেখ তারা গুরুতরভাবে আহত হয়েছে। মৃত কুতুবুদ্দিন শেখ ছিলেন বাড়ি একমাত্র উপার্জনের ভরসা। তাঁর বাড়িতে এক ছেলে এক মেয়ে স্ত্রীকে নিয়ে সংসার। আকস্মিক এই মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবারসহ পরিজনেরা।এ প্রসঙ্গে কুতুবউদ্দিন শেখের এক নিকট আত্মীয় বলেন, যদি এই রাজ্যে বা এই জেলায় যদি কাজ থাকতো তাহলে ভিন রাজ্যে বা ভিন জেলায় কাজে গিয়ে এইভাবে চলে যেতে হতো না তাঁকে। এই জেলার বহু মানুষজন পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করেন। এখানে কাজ নেই পেটের টানে তাই ভিন রাজ্যে বা ভিন জেলায় ছুটতে হয় এই এলাকার মানুষজনদের। মৃত ব্যাক্তির পরিবার লোকজন প্রশাসনের নিকট সাহায্যের আর্তি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *