জেলাদেশপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

আবারও দুই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি!

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:: উত্তরবঙ্গের আগামী 24 ঘণ্টায় উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়ি তে হালকা বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পং শিলা বৃষ্টির সম্ভাবনা। এরপর 3 তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে । বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর বঙ্গে 4 তারিখ। কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে । 5 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামী দু তিন দিনে তিন থেকে চার ডিগ্রি বারবে। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা নেই। 3 তারিখ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বিশেষ করে দুই 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া ,হুগলি, কলকাতা ও পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হালকা বৃষ্টি হবে ।4 তারিখ দক্ষিণবঙ্গের জেলার ক্ষেত্রেও বৃষ্টি বাড়বে ।তার মধ্যে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমান এ দুই এক জায়গায় ভারী বৃষ্টি হবে। 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে 3 দিনে 3 ডিগ্রি বারবে। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দুই বঙ্গে। কলকাতা সরস্বতী পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হবে তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে দুপুর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *