আবহাওয়ারাজ্য

আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে

নিউজ বাংলা লাইভ: আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামীকালের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং ও কোচবিহারে জারি রয়েছে কমলা সতর্কতা। সিকিম ও ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষণের ফলে, তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় ‘লাল’ এবং সংরক্ষিত এলাকায় ‘হলুদ’ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। জলঢাকার ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকাতেও জারি হয়েছে লাল সতর্কতা।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামীকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

এদিকে, তিস্তার জলস্তর বৃদ্ধির কারনে গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে আজ তিন দফায় গড়ে চার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বিবাড়ি এলাকায় ৪৮ নং এশিয়ান হাইওয়ের কিছুটা অংশ ভেসে যাওয়ায়, গোবরজ্যোতি নদীর সেতুর দুপাশে ভারত ও ভুটানের মধ্যে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। দু’পাশে আটকে পড়েছেন বহু যাত্রী। বন্ধ রয়েছে যান চলাচল। জয়গাঁর ঝর্ণা বস্তিতে আজ সকালে তোর্সা নদীর জলে তোড়ে ভেসে গিয়েছেন সহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। এখনও তাঁর কোনো হদিশ মেলেনি। লাগাতার বৃষ্টির জেরে ফুলে কেঁপে উঠেছে কোচবিহারের নদীগুলিও। মেখলিগঞ্জের তিস্তা তোর্সা নদীতে হলুদ সর্তকতা এবং মাথাভাঙা নদীতে জারি করা হয়েছে লাল সতর্কতা। বন্যা পরিস্থিতির মোকাবিলায় ব্লকগুলিকে সতর্ক করেছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *