কাঁথিপূর্ব মেদিনীপুরবিনোদন

আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন।

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য ব্যাবস্থাপনা দিবস_ আজ ইন্টারন্যাশনাল মেন্সট্রুয়াল হাইজিন ডে (আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য ব্যাবস্থাপনা দিবস)। আজ মাসিক স্বাস্থ্য বিধি দিবস,উপলক্ষে কাজলা জনকল্যাণ সমিতি ও রামনগর -১ ব্লকের তালগাছাড়ি -২ গ্রাম পঞ্চায়েত ও আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় এই দিবস উদযাপন হল।উপস্থিত ছিলেন বিশ্বজিৎ জানা,প্রধান,তালগাছাড়ি ২ নং পঞ্চায়েত,স্বপন প্ন্ডা,সম্পাদক, কাজলা জনকল্যাণ সমিতি, এছাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষে সবিতা জানা, সুজাতা জানা, রাধারানী জানা এবং শুভেন্দু জানা প্রমূখ। তৎসহ ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সি এইচ ও, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রমুখ ব্যক্তিগণ। ঠিক একইভাবে কাঁথি ১ নম্বর ব্লকের মজিলাপুর গ্রাম পঞ্চায়েতে মাজিলাপুর হাইস্কুলে কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিধি দিবস পালন হয়। পালন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কাঁথি ১ ন. ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন কাঞ্জিলাল, ব্লক আশা কো-অর্ডিনেটর ইমরান উল্লাহ, স্বপন পণ্ডা মহাশয়। উপস্থিত বক্তারা বলেনএই বছরের (২০২২) থিম Making menstruation a normal fact of life by 2030. সেটা একমাত্র সম্ভব যখন গ্রাম-শহর, গরীব-বড়লোক, তথাকথিত শিক্ষিত-তথাকথিত অশিক্ষিত সকল মহিলা শুধু স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিনের ভুলভুলাইয়া থেকে বেরিয়ে মাসিক কেন হয়, মাসিক চক্র কি, কেন রক্ত বার হয়, রক্ত দূষিত কিনা, মাসিকের সময় কি খাওয়া উচিত, কি ধরণের ব্যায়াম মাসিকের সময়কার পেটে ব্যাথা উপসম করে, বিশ্রাম নেওয়া কতটা জরুরি, শোষক হিসাবে কি ব্যাবহার করতে হবে, কমদামী স্যানিটারি ন্যাপকিন কি আদৌ স্বাস্থ্য সম্মত, স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা জরুরি, মাসিককে আদৌ অপবিত্র মনে করা উচিত কিনা, মাসিকের সময়ে “শরীর খারাপ” বলে আড়াল করার সাথে ক্ষতির সম্ভাবনা কতটা – এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করা হবে। এইরকমই একটা উদ্যোগে সামিল হয়েছিলেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের ১৫ জন মহিলা। প্রিজ্মের তরফে মার্চ মাসে নিতা ও ভাস্বতী তাদেরকে আলোকিত করার চেষ্টা করেন। এবং সেই মহিলারাই তাদের এলাকায় ফিরে যাবার পর থেকে লাগাতার অন্য মহিলাদের সাথে আলোচনা করে চলেছেন এই বিষয়গুলো নিয়ে। আজকের এই বিশেষ দিনে সেই মহিলাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগকে সাধুবাদ জানাই ও এই উদ্যোগের উৎকর্ষ বৃদ্ধির চেষ্টায় আসুন আজ আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা বিষয়টির গভীরে গিয়ে ভাবব, জানব ও আমাদের সমাজে এমন পরিবর্তন আনব যাতে আমরা সকলেই বুঝতে পারি মাসিক একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তার জন্য মেয়েদের, বিশেষ করে মাসিকের সময়ে অবহেলা করার অর্থ বরং অনেক ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *