তমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের মর্যাদা এবং সুরক্ষার দাবিতে, সমকাজে সমমজুরী, নারী শ্রমিকদের জীবন জীবিকা সুরক্ষিত করার দাবিতে আজ নিমতৌড়িতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। রাজ্যে ৮২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ‘র ডাকা ১০ই মার্চের ছাত্র ধর্মঘটকে তারা সমর্থন জানান।

এলাকায় মিছিল করে সংগঠনের সদস্যরা আওয়াজ তোলেন নারীদের জীবন আজ বিপন্ন অবিলম্বে মদ বন্ধ করতে হবে, কাজের ক্ষেত্রে নিরাপত্তা সরকারকেই দিতে হবে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদিকা রিতা প্রধান। বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলী সদস্যা প্রতিমা জানা, রিতা ওঝা, মায়া সামন্ত, জয়শ্রী সামন্ত প্রমুখ। বক্তারা বলেন ৮ ঘণ্টার শ্রম দিবসকে বাড়িয়ে কেন্দ্রীয় সরকার ১২ ঘন্টা করছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি সুনিশ্চিত করতে আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *