শীর্ষ খবর

আদিবাসী সংগঠনগুলির ডাকা ১২ ঘণ্টার বনধে আগামীকাল স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা

নিউজ বাংলা লাইভ: কুড়মিদের তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভূক্তির দাবির বিরোধিতায় ২৫টি আদিবাসী সংগঠন আগামীকাল ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকা এই ধর্মঘটের বাইরে রাখা হয়েছে রেলপথ ও জরুরী পরিষেবাকে। ওড়িশায় ট্রেন দুটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের কারোর হাসপাতালে যাওয়া বা বাড়ি ফেরার পথেও কোন বাধা সৃষ্টি করা হবে না বলে জানিয়েছে ফোরাম।

এদিকে, প্রস্তাবিত বনধের প্রস্তুতি নিয়েছে পুরুলিয়ার আদিবাসি সংগঠনগুলি। রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের হুঁশিয়ারী, কুড়মিদের তপশিলি উপজাতি হিসেবে স্বীকৃতির জন্য নতুন করে সি আর আই রিপোর্ট পাঠানো হলে আন্দোলন তীব্রতর হবে।পুরুলিয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশন আগামীকাল পথে বাস নামানোর ব্যাপারে আগাম কিছু বলতে চায়নি। পরিস্হিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *