শিলিগুড়ি

আদালতের রায়ে বিজেপির ভোট বাক্স খালি হবে,- গৌতম দেব

হাইকোর্টের রায়ের ফল ভোগ করবে বিজেপি। একসাথে এত মানুষের চাকরি চলে যাওয়াতে বিজেপির ভোট বাক্সে অভিশাপ হয়ে দাঁড়াবে।

২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া এবং ২৫ হাজার চাকরিজীবীর চাকরি হারিয়ে যাওয়া নিয়ে এভাবেই ভবিষ্যৎবাণী করলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব। গতকাল হাইকোর্টের রায়ের ফলে প্রায় ২৫ হাজার চাকরিজীবী তাদের চাকরি হারিয়েছেন।

এমনকি এত বছরে চাকরির সমস্ত বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে। ভোটের আগে আদালতের এই রায় কতটা প্রভাব ফেলবে? প্রশ্নের উত্তরে গৌতম দেব বলেন এতে তৃণমূলের কোনো সমস্যা হবে না প্রভাব পড়বে বিজেপির ভোট বাক্সে! যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন তাদের জন্য এই নির্দেশ কেন আদালতের কাছে পাল্টা প্রশ্ন গৌতম দেবের!

প্রসঙ্গত গতকাল এই রায়ের পরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এই রায় জনতার নয় এটা বিজেপির রায়। আদালতের বিচারকরা সকলেই বিজেপির দলদাস হয়ে গিয়েছেন বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সেই সুরে সুর মিলিয়ে গৌতম দেব বলেন আদালতের এই রায়ের ফল ভোগ করবে বিজেপি লোকসভা নির্বাচনের ভোট বাক্সে এর বড় প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *