Breakingমালদা

আট বছরের শিশুর কিডনি বিকল। মাথায় হাত পরিবারের

নিউজ বাংলা টুডে ডেস্ক : মাএ আট বছর বয়সের শিশুর দুইটি কিডনি বিকল।মাথায় যেন বাজ পড়েছে গরিব অসহায় পরিবারটির।চিকিৎসার খরচ জোগাতে হিমসিম অবস্থা অসহায় পিতার।এখন তাকিয়ে সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে।শিশুটির নাম জিয়াউল মিয়া বয়স আট বছর।জানা গেছে,মালদার মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর অঞ্চলের সবজিপাড়া এলাকার বাসিন্দা জাইনাল মিয়া।পেশার শ্রমিক।

বাড়িতে বৃদ্ধ বাবা,স্ত্রী এবং চারটি সন্তান রয়েছে।নুন আনতে পানতা ফুরনোর সংসার।বিগত কয়েকদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন জাইনাল মিয়ার মেজ ছেলে জিয়াউল মিয়া।প্রথমে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন।

শিশুটির অবস্থা ভালো না থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন চিকিৎসক।মালদায় বিভিন্ন পরীক্ষা পর চিকিৎসক জানান শিশুর দুই কিডনি বিকল হয়ে পরেছে।এই কথা শুনতেই যেন মাথায় আকাশ ভেঙ্গে পরে গরিব অসহায় পিতার।গ্রামের বাসিন্দা ও আত্মীয় পরিজনদের সাহায্যে কলকাতা নিয়ে যায় শিশুটিকে।সেখানে চিকিৎসক জানান দুইটি কিডনি পরিবর্তন করতে হবে।কোথায় পাবে গরিব দিনমজুর পিতা এত টাকা।এই ভেবে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের।প্রায় কুড়ি লক্ষ্য টাকা প্রয়োজন শিশুটিকে কিডনি পরিবর্তন করতে।এখন তাকিয়ে সরকারি এবং কোন বেসরকারি সাহায্যের দিকে।Phone pe no-9064408515.Bank Central Bank of india.A/c no-3920838456.Ifsc no-CBIN0282085.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *