জেলাব্রেকিং নিউজ

আজ আবার তেলিয়া ভোলা মাছ উঠল দীঘা মোহনার মৎস আড়ৎে, মাছ দেখতে ভিড় উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের।

দিঘা

এবার একটা দুটো নয়, 37 টি তেলিয়া ভোলা উঠলো মা বাসন্তী নামের একটি টলারের মৎস্যজীবীদের জালে।গতকাল 33 টি তেলিয় ভোলা প্রায় এক কোটি টাকার মাছ এই টলারে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দীঘা মোহনার মৎস্য বাজারে। জানা গেছে এই তেলিয়া ভোলা প্রতিকেজি বাজার মূল্য ১৩ হাজার টাকা করে। ৩৩ টি মাছের মূল্য প্রায় এক কোটি টাকা। এক একটি মাছের মূল্য প্রায় তিন লক্ষ টাকা করে। এর আগে একটি দুটি উঠতে দেখা যেত তাতেই চাঞ্চল্য ছড়াত। এখন এককালীন ৩৩টি মাছ দেখতে দীঘা মোহনার মৎস্য বাজারে উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের ভিড় জমেছিল। মাছগুলো বিক্রয়ের জন্য শ্যামসুন্দর দাসের আড়ৎে দেওয়া হয়েছিল।

আজকে আবার ৩৭ খানা তেলিয়া ভোলা দীঘা মোহনা উঠেছে একই মালিক একই কাটায় প্রায় ৫৭ লক্ষ টাকায় বিক্রি হয়েছে । কালকের থেকে আজকে কম টাকায় বিক্রি হয়েছে ঐ মাছগুলি।

জানাগেছে এই তেলিয়া ভোলা মাছের পটকা থেকে ঔষধ তৈরীর কাজে লাগে।যার কারনে এই মাছের গুরুত্ব এতটা বেশী।কোলকাতার একটি ঔষধ কোম্পানি কেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *