দেশব্রেকিং নিউজরাজ্যশীর্ষ খবর

আচমকাই হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ , বিশ্বজুড়ে হয়রানি, আপনার কি হোয়াটসঅ্যাপ চলছে? এখনই দেখে নিন

নিউজ বাংলা টুডে ডেস্ক:- মঙ্গলবার দুপুর ঠিক ১২টা নাগাদ বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ। এর ফলে সমস্যায় পড়ছে অনেকেই। বর্তমান সময়ে মানুষের সব ধরনের কাজের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ প্রয়োজন হয়ে থাকে। বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপের গ্রাহক। ১৮০টি দেশে ব্যবহৃত হয় জনপ্রিয় এই সোশ্যাল সাইটটি। ছবি, মেসেজ কিংবা ভিডিও চ্যাট। সবই করা যায় এখানে। এছাড়াও গ্রাহকরা পেয়ে থাকেন ভয়েস এবং ভিডিও কলের সুবিধা। দীর্ঘদিন ধরেই ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল সাইটের পাশাপাশি জনপ্রিয় এই হোয়াটসঅ্যাপ পরিষেবাও। কিন্তু এদিন সেটি আচমকা কাজ বন্ধ করে দেওয়ায় কোটি কোটি অনুরাগী ক্ষোভে ফেটে পড়েন। ছবি কিংবা মেসেজ না পাঠাতে পেরে অনেকেই অভিযোগ করতে থাকেন। ক্ষোভ প্রকাশের জন্য তাঁরা বেছে নেন টুইটারকে। সেখানে অনেকে লিখেছেন, সম্ভবত কোনও যান্ত্রিক কারণে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। ভারত ছাড়া, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া থেকেও ইউজাররা টুইট করে অভিযোগ জানাতে থাকেন। কেউ কেউ তো সাইবার হামলার শিকার হয়েছেন কি না, সেটাও জানতে চেয়েছেন। টুইটারে #WhatsappDown লিখে অনেকেই নিজের অভিযোগ জানাতে থাকেন। যদিও এক ঘণ্টা পরেই ফের চালু হয় পরিষেবা। কিন্তু এভাবে বন্ধ হয়ে যাওয়ায় অনেক ব্যবহারকারীই রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *