নন্দকুমারপূর্ব মেদিনীপুর

আচমকাই মিটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন নন্দকুমারের বিডিও শানু বক্সী

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জুড়ে দিনভর 42° তাপমাত্রা। তীব্র গরমের ফলে অসুস্থ হয়ে পড়েন নন্দকুমার ব্লকের বিডিও আনা হলো তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসে মিটিং চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে তমলুকের জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা জুড়ে ভয়ঙ্কর তাপমাত্রায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ব্যাপক তাপপ্রবাহের ফলে ঘরের বাইরে বের হওয়ার উপায় নেই।তবু কাজের তাগিদে রোদকে উপেক্ষা করে ঘরের বাইরে বের হতে হয় কর্মরত সকলকেই। জেলাশাসক দপ্তরে মিটিং এর সময় অসুস্থ হয়ে পড়ে নন্দকুমারের বিডিও সানু বক্সী। তাঁকে তমলুক তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হলে।

এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা জানান যে অতিরিক্ত গরম এবং কাজের চাপ এবং গতকাল দীর্ঘ পথ জার্নি করার ফলে অসুস্থ হয়ে পড়েছেন এখন আপাতত সুস্থ রয়েছে ওনার স্মৃতি স্ক্যান করা হবে তারপরে জানা যাবে মূল অসুস্থতার কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *