রাজ্যশিক্ষাশীর্ষ খবর

আগামী ১৯শে মে এবছর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতে চলেছে

নিউজ বাংলা টুডে ডেক্স:আগামী ১৯শে মে, শুক্রবার এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হতে চলেছে। আজ টুইট করে এই ফলপ্রকাশের কথা জানান রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এরপর মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এ গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ফল জানা যাবে। এছাড়া, মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলার সব স্কুলকে বহরমপুরের গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইনস্টিটিউশন থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে হবে। এ বছর মাধ্যমিকে বসেছিল প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী। পরীক্ষা শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয় ৪ঠা মার্চ। সেই হিসেবে পরীক্ষা শেষের প্রায় আড়াই মাস পর ফল প্রকাশ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *