Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

আগামী রথযাত্রা দীঘায় হতে চলেছে! এমনি ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

নিউজ বাংলা লাইভ : লোকসভা ভোটের পরে সম্ভবত দিঘায় নতুন রথযাত্রার আয়োজন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইস্কনের রথযাত্রার উদ্বোধনে গিয়ে মমতা সে ইচ্ছার কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন,‘‘যদি জগন্নাথ অনুমতি দেন, তা হলে হয়তো আগামী রথযাত্রায় আমরা রথযাত্রা করার চেষ্টা করব। দিঘায় যে বিরাট মন্দির করছি, সেখানেই হয়তো আমরা আরও একটা (রথযাত্রা) করতে পারি।’’মঙ্গলবার ছিল রথযাত্রা। প্রতি বছর এই দিনে কলকাতায় ইস্কনের মন্দিরে তাদের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার বছর কয়েক পর থেকেই এই নিয়ম চলে আসছে। মঙ্গলবারও মুখ্যমন্ত্রী ইস্কনের মন্দিরে যান, মন্দিরের ভিতরে বিগ্রহের পুজো এবং আরতি করেন। পুজোর জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের মেহরুন্নিসা আমও দেন তিনি। পরে বাইরে রথের উপরে উঠে জগন্নাথ দেবের আরতি এবং পুজো করার পর সামনের বছর রথযাত্রার কথা বলেন মমতা।

পুরী এবং মাহেশ-সহ রাজ্যের যে সমস্ত এলাকায় রথযাত্রা হয়,সেই সব এলাকার উদ্যোক্তা এবং ভক্তদের প্রত্যেককে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘‘পুরীর দ্বৈতাপতি আমাকে ফোন করেছিলেন রথে ওঠার আগে।বলেছিলেন,এই রাজ্যের জন্য প্রার্থনা করবেন। আমি ওঁকে বলেছি,যদি জগন্নাথ অনুমতি দেন, তা হলে হয়তো আগামী রথযাত্রায় আমরা যে দিঘায় বিরাট (জগন্নাথের) মন্দির করছি, সেখানেই হয়তো আরও একটা (রথযাত্রার আয়োজন) করতে পারি। ওখানেই আমরা রথযাত্রা করার চেষ্টা করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *