পাঁশকুড়াব্রেকিং নিউজ

অসাবধানতাবশত লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পিংলার পরিযায়ী যুবকের

নিজস্ব প্রতিনিধি, হাউর :-রেললাইন পারাপারের সময় অসাবধানতার মাশুল দিতে হলে জীবন!ট্রেন লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল পিংলার এক পরিযায়ী যুবকের! মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত হাউর রেল স্টেশনে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আজ প্রায় বেলা বারোটা নাগাদ হাউর স্টেশনে ট্রেনের সামনে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সুদূর মুম্বাই থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার উপলদা গ্রামে নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পরিযায়ী যুবক। তিনি মুম্বাইয়ে একটি প্রখ্যাত মিষ্টির দোকানে কারিগর ছিলেন। বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ খড়গপুর স্টেশনে নেমে,ফের লোকাল ট্রেন ধরে হাউর স্টেশনে নেমে নিজের গ্রামের উদ্দেশ্যেই রওনা দিচ্ছিলেন। কিন্তু সেখানেই থেমে গেল তাঁর জীবন , ফেরা হলো না আর বাড়ি!এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, খড়গপুর-হাওড়া লোকালে তিনি হাউর স্টেশনে নেমেই কোন দিক না দেখেই আনমনা ভাবে লাইন পার হচ্ছিলেল, সেই সময় চোখের পলকেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। একটি ট্রেন তাঁকে ধাক্কা দিয়েই তার ওপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই যুবকের একটি হাত দেহ থেকে আলাদা হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। ‘এরপর রেল পুলিশ এসে লাইন থেকে তাঁর দেহ উদ্ধার করে। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ পড়্যা, বয়স আনুমানিক (৩২)। ইতিমধ্যেই রেল এবং পুলিশ সূত্রে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। আকস্মিক এই দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় , শোকে বাকরুদ্ধ গোটা পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *