আবহাওয়াশীর্ষ খবর

অসহ্য গরমে রাজ্যের মানুষ নাজেহাল! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে

নিউজ বাংলা লাইভ: অসহ্য গরমে রাজ্যের মানুষ নাজেহাল। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। সেইসঙ্গে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় আরও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বীরভূম, পশ্চিম বর্ধমান, দুই দিনাজপুর ও মালদায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়। কলাইকুণ্ডায় আজ সর্বোচ্চ ৪২ দশমিক ৪ ডিগ্রি, সিউড়িতে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কলকাতায় আজ তাপমাত্রা ছিল ৪০ ছুই ছুই। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের যা ৪ ডিগ্রি বেশি। সকালের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য ছিল স্বাভাবিকের ৫ ডিগ্রি ওপরে, ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ ই জুন পর্যন্ত একইরকম অস্বস্তিকর ঘর্মাক্ত গরম অনুভূত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *