রাজনীতিশীর্ষ খবর

অশান্ত মণিপুর নিয়ে সংসদের উভয় সভায় প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূল কংগ্রেস

নিউজ বাংলা লাইভ: তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদের তথ্যানুসন্ধানী দল, জাতিগোষ্ঠীগত সংঘাতে অশান্ত মনিপুরের হিংসা কবলিত চুড়াচাঁদপুর জেলা সফর করে। এদিনই ইম্ফল পৌঁছন তারা। দলটির নেতৃত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান। বাকি চার সদস্য হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও সুস্মিতা দেব। দলটি হিংসাদীর্ণ বিভিন্ন জায়গায় গিয়ে ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করছেন।

রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের তথ্যসন্ধানী দলটি তাঁকে, ত্রাণ শিবিরে অত্যাবশ্যক পণ্যের, বিশেষ করে শিশুখাদ্য ও ওষুধপত্রের অভাবের কথা জানান। রাজ্যে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে রাজ্যপালকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তারা। পরে ট্যুইট করে ডেরেক ও ব্রায়ান, প্রধানমন্ত্রীর কাছে মনিপুর সফরের এবং সংসদের উভয় সভায় মনিপুর নিয়ে বিবৃতি দেবার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *