জেলাব্রেকিং নিউজ

অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠন তিনটি কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে মিছিল।

তিনটি কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ আইন বাতিলের দাবী সহ কৃষিপণ্যের ন্যুনতম সহায়কমূল্যকে আইনসঙ্গত করার দাবীতে কিষাণ জাঠা মিছিল সংগঠিত করল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন। মঙ্গলবার সারা দেশের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় জাঠা মিছিল সংগঠিত হয়। ২৬ শে অক্টোবর থেকে ১ লা নভেম্বর পর্যন্ত কিষাণ সংগ্রাম সপ্তাহের ডাক দিয়েছে কৃষক সংগঠন এ আই কে কে এম এস। বিগত প্রায় ১ বছর ধরে দিল্লীর সিংঘু বর্ডারে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবীতে কৃষকদের সংহতি জানিয়ে কিষাণ সংগ্রাম সপ্তাহে দেশব্যাপী জাঠা মিছিলের আয়োজন করা হয় বলে দাবী সংগঠনের। এদিন কেশিয়াড়ী ব্লকের কানপুর এলাকা থেকে বাইক জাঠা মিছিল শুরু হয়ে কুকাই, কেশিয়াড়ী, নছিপুর, বহনা, কানপুর, ধলবেলুন  সহ ব্লকের বিভিন্ন এলাকা ঘোরে। প্লাকার্ড ও ব্যানার নিয়ে বাইক জাঠা মিছিলে অংশ নেন সংগঠনের কর্মী সমর্থকেরা।  প্রতিটি গঞ্জ এলাকায় কৃষি আইনের বিরোধিতা করে পথসভায় বক্তব্য রাখেন বক্তারা। উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এদিন। পাশাপাশি পেট্রল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়েছে। বহনা বাজার এলাকায় শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই। অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবীতে দুর্বার গণ আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে এদিনের জাঠা মিছিল থেকে। উপস্থিত ছিলেন কিষাণক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব স্নেহাশীষ আইচ, ঝাড়েশ্বর রাউৎ, মানস বেরা, শম্ভু গুড়িয়া , অশোক মল্লিক, ফটিক বেরা সহ আরো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *