কলকাতা

অভিনব কায়দায় প্রতিবাদ দেখাতে পথে নামল কংগ্রেস।

গলায় লেবু লঙ্কা ঝুলিয়ে মহানগরের পথে নামল কংগ্রেস আগে ৫০ টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার করা যেত, কিন্তু এখন ৫০ টাকা নিলেই মাত্র পাঁচটা আলু নিয়ে ফিরতে হচ্ছে বাড়িতে। শুধু কি আলু, উচ্ছে বেগুন পটল মুলো গাজর নোটে শাক থেকে পালং শাক সবকিছুর দাম চড়া। কলকাতা থেকে শহরতলী সর্বত্র একই ছবি।

ভবানীপুর যধু বাবুর বাজারের সামনে বাজারে আগুন এবার মানুষজন জাগুন এই শ্লোগান তুলে দফায় দফায় বিক্ষোভ কংগ্রেসের। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে এই আন্দোলন কংগ্রেসের কর্মী সমর্থকদের। এই প্রতিবাদ বিক্ষোভের মূল বিষয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে খাদ্যদ্রব্যমূল্যের বৃদ্ধির প্রভাব। মধ্যবিত্ত শ্রেণীর পকেটের কথা ভেবেই কংগ্রেস রাস্তায় নেমেছে বলে জানান তারা।

এদিন একইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান কংগ্রেস নেতৃত্বরা। আগামী দিনে তাদের লড়াই আরো জোরদার হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এই মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সঙ্ঘবদ্ধভাবে দায়ী বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে গ্যাসের দাম নিয়েও এদিন সুর চড়িয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *