মালদাশীর্ষ খবর

অভাব মিটছেনা পানীয় জলের ! কল থেকেও নিয়মিত ভোগান্তির জেরে বিক্ষোভ গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, মালদা: সরকারিভাবে বাড়ি বাড়ি টেপ কল বসানো হলেও পি এইচ ই থেকে নিয়মিত পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না গ্রামবাসীরা।বাধ্যতামূলক পান করতে হচ্ছে আর্সেনিক যুক্ত কলের জল।তাই নিয়মিত পরিশ্রুত পানীয় জলের দাবিতে হাতে বালতি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে।অভিযোগ উঠেছে দৌলতপুর পি এইচ ই পাম্প চালক মহম্মদ আনারুল হকের বিরুদ্ধে।

এই নিয়ে গ্রামবাসীরা পাম্প চালক আনারুল হকের বিরুদ্ধে চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের নিকট অভিযোগ দায়ের করেছেন।গ্রামবাসীদের অভিযোগ,পাম্প চালক আনারুল হক সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অনিয়মিত ভাবে জল সরবরাহ করছে।সরকারি নির্দেশিকায় দিনে তিন টাইম জল দেওয়ার কথা থাকলেও ওই পাম্প চালক দিনে এক থেকে দুই টাইম জল দেয়।যেদিন বিদ্যুৎ থাকে না সেদিন জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকে।পাম্প চালিয়ে আগে থেকে ট্যাংকেও জল মজুত রাখে না।এমনকি গ্রামবাসীদের চোখের আড়ালে ছাদ ঢালাইয়ের কাজে সেই জল ব্যবহার করছে পাম্প চালক বলে অভিযোগ।তাকে বলতে গেলেই হুমকির মুখে পড়তে হয়।

যদিও পাম্প চালক আনারুল হক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন।তিনি জানান, সরকারি নিয়মানুযায়ী দিন তিন টাইম জল দেওয়া হয়।তবে তার এলাকার ২৫-২৬ কিলোমিটারের মধ্যে ৫-৭ কিলোমিটার পাইপ লাইন বসানো হয়েছে। বর্তমানে কাজ চলছে।যেদিন পাইপ লাইন বসানোর কাজ চলে সেদিন জল সরবরাহ বন্ধ রাখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *