উত্তর দিনাজপুর

অবৈধ মাটি খননের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ যুবকের।

উত্তর দিনাজপুর: অবৈধ মাটি খননের বলি হলেন চার যুবক। উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গছে অবৈধভাবে চলছিল মাটি কাটা। আর সেই মাটি কাটার ফলে তৈরি হয় বিরাট গর্ত সেই গর্তের নিচে মাটি কাঁটা পড়ে মৃত্যু হল চার তরতাজা কিশোরের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ ক্যাম্পের কর্মরত বিএসএফ জওয়ানরা। স্থানীয়দের মতে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করে আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় চোপড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।

এদিকে স্থানীয়দের সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর তুমুল বাদানুবাদ সৃষ্টি হয়।স্থানীয়দের অভিযোগ সীমান্তরক্ষী বাহিনী অবৈধ উপায়ে জেসিবি দিয়ে এই মাটি কাটার কাজ চালাচ্ছিল। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের কোনো রকম অনুমতি ছাড়াই এই কাজ চলছিল বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ইতিমধ্যেই জেসিবি গাড়িটি আটক করা হয়েছে।উত্তেজনা প্রশমন করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *