পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহাওড়া

অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বরখাস্ত করা উচিত। কেন্দ্রীয় সরকারের অমানবিক নীতির বিরুদ্ধে সরব হলেন সমবায় মন্ত্রী অরূপ রায়।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:- রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। আজকে দলীয় কর্মসূচি থেকে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অমানবিক আচরণ করছে। আর তারই প্রতিবাদে রবিবার সকাল দশটা নাগাদ হাওড়া ময়দান মেট্রো চ্যানেল থেকে একটি বিরাট প্রতিবাদ মিছিল করে হাওড়া সদর তৃণমূল কংগ্রেস। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় নেতৃত্বে এই মিছিলে বহু সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পায়ে পা মিলিয়ে যোগ দেন। মন্ত্রী অরূপ রায় দাবি করেন একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার যে গোটা পশ্চিমবাংলা থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিম বাংলার জনতার টাকা ফেরত দিচ্ছে না। পাশাপাশি একশো দিনের কাজের প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ করেন মন্ত্রী। এছাড়াও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও সরব হন রাজ্যের মন্ত্রী। অপরদিকে পিএফের সুদ কমিয়ে দেয়া সহ কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে চক্রান্ত করছে অপদার্থ কেন্দ্র সরকার বলেই অভিযোগ করেন মন্ত্রী অরুপ রায়। তিনি কেন্দ্রীয় নীতির তীব্র বিরোধিতা করেন ও অবিলম্বে এই কেন্দ্র সরকারকে বরখাস্ত করার দাবি জানান। আজ জামাই ষষ্ঠীর দিন মিছিল করা কেন বেছে নেয়া হলো সেই প্রসঙ্গে তিনি জানান এই রাজনৈতিক কর্মসূচির জন্য আজকের দিনে দল সিদ্ধান্ত নিয়েছে তাই এই মিছিল করছেন তারা। এছাড়াও জামাইষষ্ঠী থাকার পরেও বহু সংখ্যায় মেয়েরা উপোস করে আজকের মিছিলে যোগ দিয়েছেন বলেই জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *