জেলাব্রেকিং নিউজ

অনলাইনে মহালয়ার তর্পন হল রূপনারায়নের গৌরাঙ্গঘাট থেকে মহারাষ্ট্রের নভিমুম্বই এ কর্মরত শুভময় রুদ্রের।

নিজস্ব প্রতিনিধি কোলাঘাট,সুজিত মণ্ডল

দিন যত এগোচ্ছে বিজ্ঞানের অগ্রগতি ততই ঘটছে। মোবাইলের এক ক্লিকে সারা বিশ্ব এখন হাতের মুঠোয় আর সেই কারণে পুজোর ক্ষেত্রেও এর খামতি নেই। আজ মহালয়ার দিনেও মোবাইলের এক ক্লিকে সরাসরি অনলাইনে মহালয়ার সকালে তর্পন করলো ব্রাম্ভন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ন নদের তীরে গৌরাঙ্গঘাট থেকে সরাসরি মন্ত্র উচ্চারণ করা হলো মহারাষ্ট্রের নভিমুম্বই এ কর্মরত শুভময় রুদ্রের উদ্দেশ্যে।শুভময় বাবু কর্মসূত্রে নভিমুম্বই এ থাকেন তবে নিজস্ব বাড়ি হাওড়ায়।তিনি কোলাঘাটের পুরোহিত দিব্যেন্দু ভট্টাচার্যের সাথে পরিচিত।তাই তিনি যেহেতু কর্মসূত্রে দূরে থাকেন এবং কোভিড মরশুমে বাইরে গিয়ে তর্পন করতে সমস্যা রয়েছে শুভময় বাবুর।তাই সকালে মৃত পিতৃপুরুষের মুক্তিলাভের আশায় মোবাইলে অনলাইনের মাধ্যমে কোলাঘাট থেকে সরাসরি মুম্বই এ বসবাসকারী শুভময় রুদ্রের উদ্দেশ্যে তর্পনের মন্ত্র উচ্চারন করলেন পুরোহিত। অভিনব এই উদ্যোগে গৌরাঙ্গঘাটে আসা অন্যান্য তর্পন করতে আসা মানুষজনেরা রীতিমতোই উৎসাহ সরকারে উপভোগ করলেন ব্রাম্ভনের এই মোবাইলে সরাসরি অনলাইনে মন্ত্রউচ্চরন।
বাইটঃ১. শুভময় রুদ্র( মুম্বই বাসিন্দা)
২. দিব্যেন্দু ভট্টাচার্য ( ব্রাম্ভন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *