পশ্চিম মেদিনীপুরবসন্ত উৎসবশীর্ষ খবর

অনন্যা নৃত্যকলা উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বসন্তের আগমণে দোল উৎসবকে ঘিরে হোলী খেলায় মেতে উঠেছে সকলে। বসন্ত উৎসবের মেজাজে অন্যরকমভাবে দিনটি পালিত হল কেশিয়াড়ী ব্লকের খাজরাতে। মঙ্গলবার খাজরার অনন্যা নৃত্যকলা প্রতিষ্ঠানের থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়।

চতুর্থ বর্ষের আয়োজনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। নব বসন্তের রঙিন সাজে নৃত্য সংস্থার পড়ুয়া সহ সকলে শোভাযাত্রায় পা মেলান। দিনভর চলে বসন্ত উৎসবের নানান সাংস্কৃতিক কর্মসূচি। খাজরা অঞ্চল অফিস সংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে সারা খাজরা বাজার এলাকা পরিক্রমা করে।

বসন্ত উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি সহ নানান অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়ারা। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বাতাবরণ তৈরির লক্ষ্যে পড়ুয়াদের এগিয়ে নিয়ে যেতেই এই উৎসবের আয়োজন বলে জানান উদ্দোক্তারা।উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপকুমার মাইতি,বেলদা কলেজের অধ্যাপক অশোক ব্যানার্জী,বিশিষ্ট সমাজসেবী ভবানী শংকর গিরি,অনন্য নৃত্য কেন্দ্রের সম্পাদক তপন পালোই সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *